আন্তর্জাতিক ডেস্ক : কালো বাজারে অবৈধভাবে কিনডি কেনাবেচার দায়ে ১৬ জনকে জেল দিয়েছেন চীনের একটি আদালত।
কালো বাজারে কেনাবেচা হওয়া এসব কিডনি ঝুঁকিপূর্ণভাবে আরেকজনের শরীরের প্রতিস্থাপন করা হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় একটি আদালত রায়ে বলেছেন, আসামিরা বেশির ভাগই স্বাস্থ্যকর্মকর্তা। তারা ইন্টারনেট ব্যবহার করে ক্রেতা (রোগী) ও বিক্রেতার কিডনির ক্রসম্যাচ করেছেন।
আসামিদের মধ্যে দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) রয়েছেন। তারা গোপনে কিডনির অবৈধ প্রতিস্থাপন করতেন।
কিডনি দানে আগ্রহী ব্যক্তিদের সংকটের কারণে কালো বাজারে কিডনির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।
চীনের শানডং প্রদেশের জিনান শহরের লিক্সিয়া জেলা আদালতের বিচারক জানিয়েছেন, কিডনিপ্রতি রোগীদের কাছ থেকে ৫৭ হাজার পাউন্ড চাওয়া হয়।
বহু বছর ধরে সরকারি উদ্যোগে চীনে মৃত্যুদ- কার্যকর হওয়া আসামিদের কিডনি সংরক্ষণ করে তা রোগীদের সরবরাহ করে আসা হচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ২০১৫ সালে চীন এ কাজ বন্ধ করে দেয়। এতে বিপদে পড়ে কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিরা।
সরকার নতুন উদ্যোগ নিয়ে বৈধ কিডনি দাতাদের তালিকা তৈরি করে। কিন্তু তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে কালো বাজারে কিডনি বিক্রির হার বেড়েছে।
চীনে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে শূন্য দশমিক ৬ জন কিডনি দান করেন। এর তুলনায় স্পেনে কিডনি দানের সংখ্যা অনেক বেশি, প্রতি ১০ লাখে ৩৭ জন কিডনি দান করেন।
২০০৭ সাল থেকে মানব অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় চীনে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।