কিবরিয়া হত্যা মামলা গউছের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি : প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ আবেদন নামঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে ওই মামলায় জি কে গউছের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. আব্দুল হাই। কিন্তু শুনানি শেষে দুপুরে বিচারক তা নামঞ্জুর করেন।

এর আগে সোমবার সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হকের জামিনও নামঞ্জুর করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি কে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন আটজন। এ ছাড়া বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন রয়েছেন পলাতক।

গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ আতাবুল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। ইতিমধ্যে সব আসামির ক্রোকাদেশ তামিল হওয়ার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়।

হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী জানান, বিস্ফোরক মামলাটি বিচারের জন্য গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পুনরায় হবিগঞ্জ জেলা জজ ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন। আহন হন ৭০ জন নেতা-কর্মী।

এ ঘটনার জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।