কিলিং মিশনের পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন আকাশ: ডিবি

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার ঘটনায় গ্রেফতার মো. মাসুম ওরফে আকাশ কিলিং মিশনের পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, হত্যার একদিন পরই আকাশ দেশ ছেড়ে পালানোর জন্য জয়পুরহাট সীমান্তে যান। পালাতে না পেরে বগুড়ায় ফিরে আসেন। হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত আরও কয়েকজন গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

আকাশকে রিমান্ডে নেওয়ার পর আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) এবং প্রীতি (২৪) নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন। মাইক্রোবাসের ডানপাশে রিকশায় প্রীতি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।