
এস.এম.মনির হোসেন জীবন: কিশোরগঞ্জ জেলার কামালপুর থেকে অপহৃত কিশোর সবুজকে অপহরণের ১৩দিন পর গাজীপুর জেলার টঙ্গী মডেল থানার মাছিমপুর এলাকা থেকে উদ্বার করেছে র্যাব-১ এর সদস্যরা। অপহরনের ঘটনার সাথে জড়ি থাকার দায়ে অপহরণকারী মোঃ নাসির উদ্দিন (৩৫), পিতা- মৃত সুন্দর আলী, মাতা- মৃত ফালানী বেগম, সাং- নুরপুর, পোষ্ট- সরারচর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ । বর্তমানে মাছিমপুর (কছর মাষ্টারের বাসার ভাড়াটিয়া), থানা- টঙ্গী, জেলা- গাজীপুর’কে গ্রেফতার করে এবং ভিকটিম মোঃ সবুজ (১৪) কে র্যাব সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করে। অপহরণের পর গত ১৬ জুলাই ২০১৮ তারিখ আসামী নাসির মোবাইল ফোনে ভিকটিমের পিতার কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় তার ছেলেকে হত্যা করবে বলে জানায় অপহরনকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর মাছিমপুর (কছর মাষ্টারের বাসার ভাড়াটিয়া) বাসায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের হাত থেকে কিশোর সবুজকে উদ্বার করে র্যাব-১ এর একটি দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরা এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ জুলাই ২০১৮ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার টঙ্গী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টঙ্গী থানাধীন মাছিমপুরে অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ নাসির উদ্দিন (৩৫), পিতা- মৃত সুন্দর আলী, মাতা- মৃত ফালানী বেগম, সাং- নুরপুর, পোষ্ট- সরারচর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ। বর্তমানে টঙ্গী মাছিমপুর (কছর মাষ্টারের বাসার ভাড়াটিয়া) বাসায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মোঃ নাসির উদ্দিন (৩৫)কে গ্রেফতার করে এবং ভিকটিম মোঃ সবুজ (১৪) কে উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৮ জুলাই ২০১৮ তারিখ দুৃপুর ২টার দিকে ভিকটিম মোঃ সবুজ তার নিজ গ্রাম কিশোরগঞ্জ জেলার কামালপুর হতে অপহৃত হয়। তার পিতা মোঃ নজরুল ইসলাম অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ১৬/০৭/২০১৮ ইং তারিখ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরী নং-৬৫৭ তারিখ ১৬/০৭/২০১৮ ইং লিপিবদ্ধ করে। পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির পর ভিকটিমের পিতা জানতে পারে যে, তার প্রতিবেশী মোঃ ছেনু মিয়া (৩০) এর সহযোগীতায় ধৃত আসামী নাসির উদ্দিন গত ৮ জুলাই ২০১৮ তারিখ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে গাজীপুর নিয়ে আসে। ভিকটিমকে গাজীপুরে আসামীর বর্তমান ঠিকানায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শণ করে। অপহরণের পর গত ১৬ জুলাই ২০১৮ তারিখ আসামী নাসির মোবাইল ফোনে ভিকটিমের পিতার কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় তার ছেলেকে হত্যা করবে বলে জানায়। বিষয়টি গত ১৯ জুলাই ২০১৮ ইং তারিখ ভিকটিমের পিতা র্যাব-১, উত্তরা ঢাকায় এসে অপহৃত সন্তানের মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১ এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ফুচকা বিক্রেতা। বিগত ১৪ বছর যাবৎ সে গাজীপুর জেলায় অবস্থান করছে। অপহৃত ভিকটিম ও ধৃত আসামীর শ্বশুর বাড়ি একই গ্রামে হওয়ায় মাঝে মাঝে সেখানে যাতায়ত করত। সেই সুবাদে গত ৮ জুলাই ২০১৮ তারিখ ধৃত আসামী তার শ্যালক মোঃ ছেনু মিয়ার সহযোগীতায় ভিকটিম সবুজকে মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।