মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- নীলফামারীর কিশোরীগঞ্জে সেচ যন্ত্রের ছিড়ে পড়া তারে জড়িয়ে আনছার আলী (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা রাতে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের দোলাপাড়ায় এ ঘটনা ঘটে। আনছার আলী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম জানান, ওই কৃষক বিকাল ৪টার দিকে গরুর ঘাস সংগ্রহের জন্য দোলাপাড়া যান। সেখানে পল্লী বিদ্যুতের সেচযন্ত্রের সংযোগ ছিল।ওই খুঁটিটি বেশ কয়েকদিন আগে ভেঙে পড়লেও তা মেরামত করা হয়নি। ওই পথে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে আনসার আলী মারা যান।