
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলায় ৫১ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেনঃ- কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামের জিল্লুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন (৩৫) ও সায়িদার রহমানের ছেলে আট নম্বর ওয়াডের সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী (৪০)।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।