কিয়েভে রুশ হামলায় নিহত ২২৮

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হওয়ার পর থেকে কিয়েভে চার শিশুসহ ২২৮ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কিয়েভ শহর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কিয়েভ শহর কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত প্রায় ৯১২ জন আহত হয়েছেন।

এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ৮৪৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু। এ অভিযানে ৭৮ শিশুসহ এক হাজার ৩৯৯ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রকাশিত তথ্য অনুযায়ী ৮১৬ জনের মৃত্যু হয়েছিল। পরে শুক্রবার আরও ৩১ জনের মৃত্যু হওয়ায় তা বেড়ে ৮৪৭ জনে দাঁড়ায়। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

জাতিসংঘের সংস্থাটির তথ্যমতে, হতাহতদের অধিকাংশই বিমান হামলা এবং গোলাগুলিতে নিহত হয়েছেন। বিমান থেকে ফেলা বোমার আঘাতে যেসব অঞ্চলে বড় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে হতাহতের সংখ্যা বেশি।