কি কি কারণে যৌন মিলনের সময় ব্যাথা পেতে পারে নারী

১) যদি কোন নারী সর্বপ্রথম যৌন মিলন করে সেক্ষেত্রে এই ব্যথাটা থাকে। কিন্তু সে যদি প্রায় প্রায় যৌন মিলন করে সে ক্ষেত্রে তার এই ব্যাথাটা  থাকেনা। কারণ বিজ্ঞানীদের মতে প্রথম যৌন মিলনে নারীর হাইমেন নামক একটা পর্দা ছিঁড়ে যায় যার কারণে এই ব্যাথাটা পায়।

২) নারীর ক্ষেত্রে যৌন মিলনের সময় যনীতে কামরস বের হয়ে আসে, এই কামরসের কারণে পুরুষাঙ্গের চলন সহজ করে। যদি কোন কারণে  নারীর যনীতে এই কামরস না আসে এবং সেই জায়গাটা পিচ্ছিলকারক পানি না আসে এমন অবস্থায়যদি আপনি  যৌন মিলন করেন তাহলে নারী ব্যাথা পায়।

৩) মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর যদি আপনি যৌন মিলন করেন সেক্ষেত্রে ও  নারীরা ব্যথা পেয়ে থাকে।

৪)আবার যদি আপনার পেনিস নারীর যোনীর আকার থেকে বড় হয় তবেও কিন্তু যৌন মিলনে নারী ব্যাথা অনুভব করে।

৫) মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা  বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেকটা অসুস্থ্য থাকে। আর যদি এই সময় আপনি যৌন মিলন করেন তাহলে অনেক নারী আছে যারা ব্যাথা পায় এবং অসুস্থ্য হয়ে পরে।