কি হতে যাচ্ছে মাদ্রিদ বনাম মাদ্রিদ

খেলা ডেস্ক : আর মাত্র ঘণ্টা খানেকের অপেক্ষা। সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

এল ক্লাসিকোর মতো মাদ্রিদ ডার্বি নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। তারমধ্যে আবার ম্যাচটিকে ধরা হচ্ছে লা লিগার শিরোপার নির্ধারক হিসেবে! ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল, এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

অ্যাটলেটিকো অবশ্য শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে। ৩০ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৬১। শিরোপা নিয়ে হয়তো তাদের ভাবনাও নেই। তবে জয় নিয়ে তো ভাবনা অবশ্যই আছে। মাদ্রিদ ডার্বিটা যে তাদের জন্য সম্মানের লড়াইও।

রিয়ালের মাঠে অ্যাটলেটিকো সাম্প্রতিক রেকর্ডও বেশ দারুণ। রিয়ালের মাঠে টানা তিন লিগ ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো। প্রতিযোগিতার ইতিহাসে যে কীর্তি আর কোনো দলের নেই। আজ রিয়ালের মাঠে টানা চার লিগ ম্যাচ জিততে পারবে দিয়েগো সিমিওনের দল?

রিয়ালও অবশ্য সম্প্রতি দারুণ ফর্মে আছে। শেষ ৪১ লিগ ম্যাচেই গোল করেছে জিনেদিন জিদানের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচে। লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদই অ্যাটলেটিকোকে সবচেয়ে বেশি ম্যাচে (৮৬) হারিয়েছে।

সব মিলিয়ে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় সান্তিয়াগো বার্নাব্যু। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। রাতে ম্যাচ আছে বার্সারও। মালাগার বিপক্ষে বার্সেলোনা খেলবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ তিন মাদ্রিদ ডার্বির ফল:

রিয়াল ০-১ অ্যাটলেটিকো, ২০১৫-১৬
রিয়াল ১-২ অ্যাটলেটিকো, ২০১৪-১৫
রিয়াল ০-১ অ্যাটলেটিকো, ২০১৩-১৪