
বিনোদন ডেস্ক : সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল টিচার প্রাইজ গালা অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানে একটি বক্তব্যও রাখেন এ অভিনেতা। এ সময় কী কারণে অভিনয়ে এসেছেনে তা জানিয়েছেন রণবীর।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই মনে করেন আমার বাবা-মা অভিনয়শিল্পী এ কারণে আমি অভিনয়ে এসেছি। কিন্তু সত্যটা হলো- পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য আমি অভিনেতা হতে চাইতাম। এমনকি আমি যেন ক্লাস ফাঁকি দিতে পারি এজন্য এক লাইনের চরিত্র ও থিয়েটার প্রোডাকশনে ব্যাকগ্রাউন্ডে ছোট চরিত্রে অভিনয় করতাম।’
এ অভিনেতা মনে করেন শিক্ষকতা ও অভিনয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রণবীর বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, শিক্ষকতা ও অভিনয় ঘনিষ্ঠ কাজিন। দুজনেরই অফুরন্ত প্রাণশক্তি ও উদ্যম প্রয়োজন হয়। দুজনেরই হাস্যরস, সহানুভূতি ও আইডিয়া প্রকাশের প্রতিভা ও দর্শক ধরে রাখার ক্ষমতা থাকতে হয়। আর দুই কাজই ঘণ্টার পর ঘণ্টা হোমওয়ার্কের পর সফল হয়।’
বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত রণবীর কাপুর। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির জন্য বেশ পরিশ্রম করছেন এ অভিনেতা। এতে সঞ্জয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমায় সঞ্জয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালাকে দেখা যাবে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।