
দক্ষিন ভারতীয় সুপারহিট নায়িকা সামান্থা আক্কিনেনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাকে ভিডিওতে সাদা শাড়িতে দেখা যায় এবং ক্যাপশনে লেখা, সারা দিন কুকুরের ভিডিও দেখা নেশা হয়ে গিয়েছে।
তামিল সিনেমার এ নায়িকা, একে একে বেশ কয়েকটি সিনেমাতে ভালো অভিনয় দক্ষতা্র মাধ্যমে সেরা নায়িকার জায়গা দখল করে নেন।
তামিল ছবির এ নায়িকা এখন বিশ্ব তারকা হয়ে উঠেছেন। ‘ফ্যামিলি ম্যান ২’-র পরে গোটা পৃথিবীর কাছেই যেনো পরিচিত মুখ তিনি।
এই মুহূর্তে সামান্থা পুদুচেরিতে ভি গণেশ শিবনের ‘কাথুভাকুলা রেন্ডু কাধল’- ছবির শ্যুটিং করছেন তিনি। কিছু দিন আগে, কমল হাসান আর অমলা অভিনীত ‘সাথিয়া’ ছবির জনপ্রিয় গান ‘ভালাই ওসাই’-তে সামান্থার নাচের ভিডিও নেটমাধ্যমে সকলের নজর কাড়ে। সেই ভিডিওতে সামান্থা ছাড়াও ছিলেন বিজয় সেথুপতি এবং নয়নতারার মতো জনপ্রিয় শিল্পীরা।
‘ফ্যামিলি ম্যান ২’-তে সামান্থার চরিত্র ‘রাজি’-কে ঘিরে জোর চর্চা হয়েছিল বহুদিন। তবে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। শ্রীলঙ্কার তামিলদের যে ভাবে দেখানো হয়েছে সেটি নিয়ে তীব্র প্রশ্নের সম্মুখীন হন শো-এর নির্মাতারা।
সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সামান্থা। একটি সাক্ষাতকারে তিনি বলেন, সিরিজটি মুক্তি পাওয়ার পর এই ধরনের কুরুচিকর মন্তব্য আসা অনেক কমে যায়। সিরিজের মুক্তির আগে যে রকম মেসেজ পাচ্ছিলাম, মুক্তির পরে তা পাইনি। যারা আমার চরিত্রায়ন নিয়ে দুঃখ পেয়েছেন বা অপমানিত বোধ করেছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ সামান্থার কথা অনুযায়ী, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষের খারাপ লাগায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।