কুকুর ‘সুপার মডেল’

আন্তর্জাতিক ডেস্ক : নাম তার ‘টি’। ভবভঙ্গি চলাফেরা সুপার মডেলের মতোই। যেখানেই সে যায় চারপাশে উৎসুক দর্শকদের ভীড় জমে যায়। গত সপ্তাহে তার ছবিটি অনলাইনে পোস্ট করার পর যে ইন্টারনেট সেনশনে পরিণত হয়েছিল।

‘টি’ এর গায়ের চুলগুলোর জন্যই মূলত তার খ্যাতি। শুধু লেজ আর মাথার অংশটুক ছাড়া তার সারাদেহে বিশাল লোম বা চুল দিয়ে ঢাকা। ‘টি’ এর মালিক লুক কাভানাগ অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা।

কাভানাগ স্থানীয় সংবাদমাধ্যম নিউজ লুককে বলেন, ‘আমরা যখন ছুটির দিনে হাটতে বের হই তার চারপাশে ভীড় জমে যায়। তবে তার এ ভীড়ের প্রয়োজন নেই। তবে যে কোনো সুপার মডেলের মতো এই ভীড় সে পছন্দ করে। আমার ধারণা তার সিল্কি চুলের জন্য লোকজন তার সঙ্গে ছবি তুলতে চায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টি’ এর ছড়িয়ে পড়া ছবির বদৌলতে বেশ কয়েকটি কোম্পানি বিজ্ঞাপন নির্মাণের জন্য ইতিমধ্যে কাভানাগের দরজায় কড়া নেড়েছে। এগুলোর অধিকাংশই কুকুরের খাদ্য ও শ্যাম্পু বিপণন প্রতিষ্ঠান।