
নারায়ণগঞ্জের কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী এম কে সাগরকে ২ সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) । এসময় অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়। খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এম কে সাগর ভুঁইফোড় সংগঠন তৃণমূল আওয়ামী লীগের সভাপতি।
গতকাল বুধবার (৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান চালিয়ে খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এম কে সাগর নামক কুখ্যাত চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও তার ২ সহযোগীকে অস্ত্র ও জাল টাকাসহ গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা।
প্রাথমিক তদন্তে জানা যায়- চাঁদাবাজি, সন্ত্রাসী ও প্রতারণার কর্মকাণ্ডের জন্য সাগর অবৈধ অস্ত্র ব্যবহার করত। এছাড়াও মানুষের সরলতা ও আবেগকে পুঁজি করে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সে তৃণমূল আওয়ামী লীগ নামক এক ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। ভুক্তভোগীদের বিভিন্ন সময় মুঠোফোনে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন ছাড়াও চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট পূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করত।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ হিসেবে ভুয়া মেসেজ আদান প্রদানের স্ক্রিনশট প্রদান, এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করত এবং পরবর্তীতে চাঁদাবাজির উদ্দেশ্যে অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করত।
এসএসসি পাশ দাবিকৃত এই ব্যক্তির বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ গ্রহণ ছাড়াও প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচার এর অভিযোগও রয়েছে।
খন্দকার কামাল ওরফে সাগর ওরফ এম কে সাগর মূলত ৫নং মঙ্গলকোট, কেশবপুর, যশোর এর অধিবাসী। তবে দীর্ঘদিন যাবৎ সে রাজধানী ঢাকার অদূরবর্তী অঞ্চল সাভারের আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করেন এবং এ স্থান হতেই তিনি দেশের বিভিন্ন স্থানে উল্লেখিত অপকর্মগুলো সম্পাদন করে আসছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।