
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে হাইকোর্টের নির্দেশে সুলতানা পারভীন আত্মসমর্পণ করতে আসেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চার্জশিটে তার সঙ্গে তৎকালীন তিন ম্যাজিস্ট্রেটকেও অভিযুক্ত করা হয়েছে, তবে তারা এখনও আত্মসমর্পণ করেননি।
২০২০ সালের ১৩ মার্চ রাতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা দিয়েছিল জেলা প্রশাসন। ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সাংবাদিক আরিফ বলেন, আদালতের এই সিদ্ধান্তে প্রমাণ হয়েছে—আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি পূর্ণ ন্যায়বিচারের প্রত্যাশা প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীও এটিকে বিচার বিভাগের স্বাধীনতার মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন।