কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।
জানা যায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট-১, উলিপুর-২, ফুলবাড়ী-২, রৌমারী-১, সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট-২, কুড়িগ্রাম-৪, রৌমারী-১, সাজা জিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী-১, সাজা সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম-১, নিয়মিত মামলায় কুড়িগ্রাম-১, উলিপুর-২, নাগেশ্বরী-১, ফুলবাড়ী-২, পূর্বের মামলায় কুড়িগ্রাম-১, নাগেশ্বরীতে ১৫১ ধারায় ৩ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।