কুড়িগ্রামে গৃহবধূ হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে টানা ১৪ ঘন্টার অভিযানে গৃহবধূ হত্যায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে মোছাঃ মৌসুমী আক্তার (২০) এর সাথে প্রায় ৫বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আশেক আলীর (২৮) এর সাথে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে মৌসুমীর স্বামী ও শশুর শাশুরী তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ বেধড়ক মারপিট করে। পিতা গরীব হওয়ায় তার শুর বাড়ির অমানবিক নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলো মৌসুমী। ঘটনার দিন গত ৭ আগস্ট সকালে যৌতুকের টাকা না পেয়ে মৌসুমীকে মারপিট করে। মারপিটের ফলে  অসুস্থ্য হয়ে গেলে চিকিৎসা না করে বাড়ীতে ফেলে রাখেন। পরবর্তীতে পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৌসুমীকে নিস্তেজ/অচেতন অবস্থায় উদ্ধার করে গত ৮ আগস্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে মৌসুমী আক্তার(২০) হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থেকে গত ১২ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর পর তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজুর পরপরই টানা ১৪ ঘন্টার অভিযানে ২৪ ঘন্টার পূর্বেই ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর সাথে সাথে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম  টানা ১৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।