
কুড়িগ্রাম প্রতিনিধিঃ সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ কুড়িগ্রাম সার্বক্ষণিক নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাধাপদ রায় পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী গ্রামের মো: রফিকুল ইসলাম ও মো: কদুর রহমান কর্তৃক মারধরের শিকার হন। রাধাপদ রায়ের সন্তান শ্রী যুগল রায়ের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সাড়া প্রদান করে জেলা পুলিশ। পুলিশ ঘটনা অবগত হওয়ার সাথে সাথেই ঘটনা নিয়ে তদন্ত ও আসামি গ্রেফতারের চেষ্টা শুরু করে। জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যদের অবিশ্রান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনার এজাহারনামীয় মূল আসামি মো: রফিকুল ইসলামকে তথ্যপ্রযুক্তি সহ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রাম শহর আজ দুপুরে গ্রেফতার করেন।
ঘটনার বিষয় পূর্ণাঙ্গ না জেনে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা হিসেবে প্রচার চালায়। তদন্ত, আসামি গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এই অপচেষ্টা দ্রুতই রুখে দিতে সমর্থ হয় কুড়িগ্রামের সম্মানিত নাগরিক ও পুলিশ। প্রকৃতপক্ষে এটি সাম্প্রদায়িক কোন বিষয় না, এটি পারস্পরিক তুচ্ছ একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মূল আসামি মো: রফিকুল ইসলামকে তথ্যপ্রযুক্তি সহ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।