কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৮

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ পৃথক তিনটি অভিযানে ১৮ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ভূরুঙ্গামারী ময়দান গ্রামের মোঃ কামাল হোসেন (৩২), মোঃ হাসান আলী (২৮), মোঃ শিপন (২৫), মোঃ হাসেম আলী (২২), পশ্চিম ছাট গোপালপুর এলাকার মোঃ আবুল হোসেন (৩৫), বীর বারাইটারীর মোঃ রাশেদুল ইসলাম (৩৬) ও ছাটপোপালপুরের মোঃ জয়নাল হক (২৫)কে গ্রেফতার করে।
অপরদিকে রাজারহাট থানা পুলিশের অভিযানে বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট মানাবাড়ি এলাকার মোহাম্মদ নুরুন্নবী (৪০), মো: মোস্তাফিজুর রহমান (৪০), রতি (চন্দ্রপাড়া) এলাকার আব্দুল ওহাব (৫০) ও সুকদেব এলাকার মোহাম্মদ কেরামত আলী (৬০)কে গ্রেফতার করা হয়।
এছাড়াও নাগেশ্বরী পৌরসভাস্থ আলিয়া মাদ্রাসার পূর্ব পার্শ্বে মার্কেটের বারান্দা হতে নাগেশ্বরী মাজার পাড়ার মোঃ শহিদুল ইসলাম (৪০), শ্রী নগের চন্দ্র বিশ্বাস (৩৪), মোঃ বেলাল মিয়া (৩৫), মোঃ রেজাউল ইসলাম (৩৫), বদিজামাপুর চৌকিদার পাড়ার মোঃ বেলাল হোসেন (৫৫), গোদ্দারের ব্রাজ এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৬), কচাকাটার ইসলামপুর এলাকার মোঃ মনোয়ার হোসেন (৪০)কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।