
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৪ বোতল বিদেশি মদসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম (২৯)কে তার বসত বাড়ি থেকে ৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।