
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ১ টি ইজিবাইক ও ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তার উপর একটি ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ রৌমারী থানার খাটিয়ামারি এলাকার মাদক কারবারি মোঃ গোলজার হোসেন (২৩) ও নওদাপাড়ার মোঃ মাসুদ রানা (২১)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে গত ৬ মে বিকেলে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামস্থ আছিয়ার বাজার এলাকায় মাদক পরিবহনকালে ৮৪ বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।