কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অটোরিকশার চালক-মালিকের বিরুদ্ধে

কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকের বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কোটবাড়ির চাঙ্গিনী দক্ষিণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে টিউশন শেষ করে কুমিল্লা শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কোটবাড়ির দিকে রওনা দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ উল ইসলাম।এসময় বৃষ্টি পড়ায় অটোরিকশার পর্দা টেনে দেন। এরপর বৃষ্টি কমলে পর্দা ভাঁজ করতে বলেন চালক আনোয়ার। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অটোরিকশা থেকে শরীফকে নামিয়ে দিতে চান চালক।এতে অস্বীকৃতি জানালে শরীফকে চাঙ্গিনী দক্ষিণ মোড় এলাকায় অটোরিকশার গ্যারেজে নিয়ে যান আনোয়ার। সেখানে শরীফকে নামিয়ে দিলে দুপক্ষে আরেক দফা বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে চালক আনোয়ার ও অটোরিকশার মালিক হারুন মিলে মারধর করেন। একপর্যায়ে শরীফ সহপাঠীদের ফোন দিলে রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে যান। এসময় চালক, মালিক এবং গ্যারেজে থাকা অন্য লোকজন মিলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন।

হামলা থেকে নিজেদের রক্ষায় শিক্ষার্থীরা পাশের গন্ধমতি নামক এলাকায় অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে গন্ধমতি থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী মিলে ফের সিএনজি গ্যারেজে যান। এসময় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে শিক্ষার্থীদের শান্ত করে এবং সমাধানের জন্য আহ্বান করে। একপর্যায়ে রাত ১টার দিকে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিযুক্ত এবং এলাকাবাসীর মধ্যস্থতায় অভিযুক্তদের মুচলেকা ও ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আলোচনায় ভুক্তভোগী শিক্ষার্থী শরীফ উল ইসলাম বলেন, ‘আমাকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন চালক। আঘাতে আমার পকেটে থাকা মোবাইল ফোন ভেঙে যায়। এ ছাড়া তাদের মারধরে আরো কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে যায় এবং স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক ও নগদ টাকা খোয়া যায় বলে অভিযোগ করেন শরীফ।’
অন্য এক শিক্ষার্থী শাহিনুল ইসলাম গালিব বলেন, ‘আমরা গিয়েছি কথা বলে সমাধান করতে। কিন্তু, আমরা অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদের ওপর আক্রমণ করা হয়।’

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চালক আনোয়ার বলেন, ‘তিনি (শিক্ষার্থী) যখন সিএনজিতে ওঠেন, তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়া বন্ধ হলে আমি পর্দাটি ভাঁজ করতে বলি। তখন আমাকে বাজে ভাষায় গালাগালি করেন। পরে ফোনে লোকজনকে আসতে বললে আমি ভয়ে তাকে গ্যারেজের সামনে নামিয়ে দেই। আমি বাকি যাত্রীদের কোটবাড়ি নামিয়ে আবার গ্যারেজে আসলে ২০ থেকে ২৫ জন এসে আমারে মারধর করেন।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘অটোরিকশার চালক ও মালিকের সঙ্গে হওয়া ঝামেলায় ঘটনাটির সমাধান করা হয়েছে। চালক ও মালিকের মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি চালক ও মালিককে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।’