কুমিল্লা : কুমিল্লার হোমনায় ১০ বছরের মেয়ে আয়েশাকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা রোকেয়া বেগম (২৯)।
বৃহস্পতিবার সন্ধ্যায় মা ও মেয়ের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত রোকেয়ার বেগমের স্বামী গাজী খোকন মিয়া প্রবাসী। নিহত রোকেয়া একই উপজেলার দৌলতপুর গ্রামের আজম আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রোকেয়া বেগম মেয়ে আয়শাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ভাত খাওয়ান। তারপর রোকেয়া বেগম নিজ হাতে বিষপান করেন। মা রোকেয়া বেগম অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মেয়ে পাশের ঘরের প্রতিবেশীকে গিয়ে মায়ের বিষয়টি জানায়। একটু পর মেয়ে আয়েশাও মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়ার পথে মা ও মেয়ে মারা যায়।
হোমনা থানার সেকেন্ড অফিসার কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।