
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ হেফাজতে শেখ জুয়েল নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯জুন) রাতে বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে।
শেখ জুয়েল বাঙ্গরা গ্রামের মৃত শেখ গোলাম সারোয়ারের ছেলে। সে এলাকায় ওয়াই-ফাই ব্যবসা করতো বলে দাবি পরিবারের।
নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, বৃহস্পতিবার সকালে তার স্বামী শেখ জুয়েল ওয়াইফাইয়ের বকেয়া বিল কালেকশন করতে যায়। দুপুরের পরপরই খবর আসে, তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে থানায় গিয়ে স্বামীর সাথে কথা বলার অনুরোধ জানালে পুলিশ তার সাথে দেখা করায় ও কথা বলে। জুয়েল তার স্ত্রীকে ছাড়ানোর ব্যবস্থা করার কথা বলে।
পরে খবর আসে জুয়েলকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে গিয়ে স্ত্রী শিল্পী বেগম জানতে পারেন তার স্বামী আর বেঁচে নেই।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, রাত ৮টা ৫০ মিনিটে ভিকটিমকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত দেখতে পাই।
এ বিষয়ে বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কারবারিসহ পাঁচজনকে বৃহস্পতিবার দুপুরে ৭০ পিস ইয়াবাসহ স্থানীয় বাঙ্গরা গ্রামের হেলালের বাড়ির পাশ থেকে আটক করে থানা পুলিশ। পরে সন্ধ্যায় তার (জুয়েলের) বুক ব্যথা করছে জানালে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এদিকে জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জুয়েল স্থানীয় বিএনপির সদস্য দাবি করে বিক্ষোভ করে স্থানীয়রা।