
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার টিপরা বাজারে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কাঁঠালিয়া গ্রামের অরুন মিয়ার ছেলে তামিম হোসেন ও রংপুরের আশরাফুল ইসলাম।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে টিপরা বাজারে কামাল হোসেন নামে এক ব্যক্তি টিলার পাশে দেয়াল নির্মাণের জন্য শ্রমিকদের দিয়ে মাটি কাটাচ্ছিলেন। এ সময় টিলার মাটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে রাত ১০টার দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় এক শ্রমিক আহত হন।