কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক  অনুষ্ঠিত

ওসমান গনি সরকার মুরাদনগর (কুমিল্লা) উপজেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড-ইউনিট সভাপতি ও সেক্রেটারি নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ অক্টোবর ) সকাল ৭ টা থেকে মুরাদনগর উপজেলা জামায়াত ইসলামি বাংলাদেশ এর কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদ, উপজেলা আমির আ ন ম ইলিয়াছ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন এর সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন মিয়া মোহাম্মদ শাহজাহান শুরা ও কর্মপরিষদ সদস্য মুরাদনগর উপজেলা, মনসুর মিয়া- সাবেক আমির মুরাদনগর উপজেলা, শুরা ও কর্মপরিষদ সদস্য মুরাদনগর উপজেলা,
শিক্ষা বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। প্রত্যেকটি  ইউনিয়নের ওয়ার্ডে ইউনিট বৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে দল কে শক্তিশালী করা যায়।
বিগত সরকারের আমলে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া প্রসঙ্গে বক্তারা আরও বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসকের আমলে জামায়াতে ইসলামীর কর্মসূচিগুলো পালন করতে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। এ সকল বাধাকে উপেক্ষা করেও আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশটিকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে এজন্য আমাদের সকল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
শিক্ষা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুরাদনগর উপজেলা বায়তুল মাল (অর্থ সম্পাদক) সেক্রেটারি,শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন সভাপতি মাহবুব আলম মুন্সি,গোলাম মোস্তফা- নবীপুর পশ্চিম ইউনিয়ন সভাপতি,খোরশেদ আলম – শ্রমিক কল্যান সেক্রেটারী,এম. আলমিন- ধামঘর ইউনিয়ন সেক্রেটারী,দেলোয়ার হোসেন- পাহাড়পুর সভাপতি,
কবির হোসেন – জাহাপুর সেক্রেটারী,নাজমুল ইসলাম সাঈদ- রামচন্দ্রপুর দক্ষিণ সভাপতি, ইব্রাহিম খলিল, বাবুটিপাড়া ইউনিয়ন সভাপতি, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিট, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।