কুমিল্লায় এক কাউন্সিলরসহ চার জেলা পরিষদের ১১ জন নবনির্বাচিত সদস্য

সচিবালয় প্রতিবেদক : শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ চার জেলা পরিষদের ১১ জন নবনির্বাচিত সদস্য।

বুধবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মো.  মোশারফ হোসেন, মাগুরা জেলা পরিষদের ৪ নম্বর সংরক্ষিত  সদস্য বেগম নাজনীন রব্বানী, ১১ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. মান্নান শেখ, কুষ্টিয়া জেলা পরিষদের ১ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম মায়াবী রোমান্স মল্লিক, ২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. সুফিয়া বানু, সাতক্ষীরা জেলা পরিষদের ২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম শাহনওয়াজ পারভীন, ৫ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম মাহফুজা সুলতানা, ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. আল-ফেরদাউস, ১৪ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য কাজী নজরুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. জাহিদুর রহমান, ১২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য এ এইচ আজম খান ও ১৪ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. আবু সাঈদ ফকির শপথ গ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, গত ১১ মে ২০১৭ তারিখ কুমিল্লা সিটি করপোরেশনের সাধারণ ২২ জন ও সংরক্ষিত ৭ জন সদস্যসহ মোট ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ গ্রহণ করেন।