কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা খাতুন (৩০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান (১২) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৩৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের চালক গোমতী সেতু থেকে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রোজিনা খাতুন ও জিসান মারা যান। হাসপাতালে নেওয়ার পর রিজিয়া খাতুন মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত রোজিনার স্বামী ফারুক মিয়া (৪০) ও ছেলে ফারহানকে (২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।