
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলসংলগ্ন হাজি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও ১০ জন আহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।