কুমিল্লা : কুমিল্লায় ঘুষ গ্রহণ মামলায় আল-মামুন নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আল-মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের মৃত মো. ফজর আলীর ছেলে।
দুদক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আল-মামুন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমা-খারিজের নামে ৩ লাখ ৭৫ টাকা ঘুষ গ্রহণ করেন।
দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ওই অভিযোগে তিনি বাদী হয়ে আল-মামুনের বিরুদ্ধে চলতি বছরের ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার তাকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।