কুমিল্লায় চোরাই পিকাপসহ গাড়ী চোর চক্রের ১সদস্য আটক

মাহফুজ বাবু;;কুমিল্লা : কুমিল্লা সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড থেকে একটি পিকাপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় গতকাল রবিবার রাত ১১টায় বিজয় (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের আইসি ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল ও এস আই দয়াল সহ সঙ্গীয় ফোর্স। এসময় একজনকে আটক করা হলে কৌশলে পালিয়ে যায় চোর চক্রের আরো দুই সদস্য।
নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গতকাল রবিবার আলেখারচর বিশ্বরোডের ময়নামতি ফিলিং স্টেশনের সামনে গাড়ী পার্ক করে ইফতার করতে যায় গাড়ীর চালক। এই সুজোগ কাজে লাগিয়ে গাড়ী চোর চক্রের বিজয় ও তার ২সহযোগী মাষ্টার কি ব্যবহার করে গাড়ী স্টার্ট করে মাহাসড়ক থেকে সটকে পরে। ইফতার শেষে পার্কিংয়ে গাড়ী না দেখে চালক সাথে সাথে গাড়ীর মালিককে বিষয়টি অবহিত করে। নিকটস্থ থানা ময়নামতি হাইওয়ে থানা সহ কোতোয়ালী থানা পুলিশকে অবিহিত করা হয় বিষয়টি। সাথে সাথে গাড়ীটি উদ্ধারে অভিযানে নামে হাইওয়ে পুলিশ সহ নাজিরা বাজার ফাঁড়ী পুলিশ। বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসানে হয়। ভিবিন্ন সড়ক ঘুরে  রাত আনুমানিক ১১টায় আমতলী মহাসড়কে পিকাপটি নিয়ে ঢাকা অভিমুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ীচোর চক্রটি। ইন্সপেক্টর রুবেল সহ নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের সদস্যরা গাড়ীটি দেখতে পেয়ে আটক করার জন্য ধাওয়া করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পিকাপে থাকা চোর চক্রের দুই সদস্য দৌড়ে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত আসামী বিজয় মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।
নাজিরা বাজার ফাঁড়ির ইন্সপেক্টর রুবেল জানান, এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় তিনি জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
পিকাপ গাড়িটির মালিক বুড়িচং উপজেলার কামারখারা গ্রামের বাসিন্দা কার্তিক চন্দ্র দে নাজিরা বাজার ফাঁড়ী পুলিশ সহ কুমিল্লা জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানিয়েছেন।