
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৬ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও ২৩ জন আহত হন। গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।