নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
তিনি বলেন, ‘কুমিল্লায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে, এখন শুধু বিজয় উল্লাসের অপেক্ষা।’
কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এমন এনামুল হক শামীম বলেন, সরকারের উন্নয়নের ম্যাসেজ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দেশকে এগিয়ে নিতে নারী নেতৃত্বকে এগিয়ে দিতে হবে। এ জন্য তিনি আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে বিজয়ী করার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, জেলা পরিষদ সদস্য মনির হোসেন সরকার প্রমুখ।
এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আমরা একজন সৎ মেয়র চাই, যোগ্য মেয়র চাই। কুমিল্লার উন্নয়ন এবং আধুনিকতার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে সীমাকে বিজয়ী করুন।’
এর আগে দুপুরে একই স্থানে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী জাফর উল্লাহ। প্রধানবক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। সভাপতিত্ব্ করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাউসার। বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল হাই বাবলু প্রমুখ।