কুমিল্লায় পরিবহণ চাঁদাবাজচক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবহণ চাঁদাবাজচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল দিবাগত রাতে চক্রটিকে গ্রেপ্তারের পর তাদের থেকে চাঁদা আদায়ের রশিদসহ প্রায় ৩১ হাজার টাকা জব্দ করে র‍্যাব।

আজ বুধবার র‍্যাব-১১ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

র‍্যাব-১১ সিপিসি-২ জানায়, অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় ছয়জন, চান্দিনা ও দেবীদ্বার থেকে বাকি তিনজনকে আটক করা হয়। তারা এসব এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের জন্য বিভিন্ন পরিবহণ সংগঠনের নামে ভুয়া রশিদ ব্যবহার করছিল।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে সাধারণ পরিবহণ চালকদের ভয়ভীতি দেখিয়ে তাদের থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।

এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।