কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

কুমিল্লা : মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী বাঁধের কাছে টিক্কার চর ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ইছা নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, নিহত ইছা একই উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। নুরুল ইসলাম ইছা একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুসারে ইছার সহযোগীদের আটক করতে অভিযানে নামে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে গভীর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল শহরতলীর টিক্কার চর ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইছার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী ইছা গুরুতর আহত হয়। তাকে উদ্ধারের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

নিহত নূরুল ইসলাম ইছার বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।