কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

কুমিল্লা : নিহতরা হলেন- মাদক ব্যবসায়ী শরীফ ও পিয়ার আলী। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার ভারতীয় সীমান্তবর্তী সদর উপজেলার বিবিরবাজার অরণ্যপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক রূপ কুমারসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি পাজারো জিপ, ৫০ কেজি গাঁজা এবং ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক পাচার হচ্ছে এমন খবরে জেলার সহকারী পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত পৌনে ১টার দিকে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী শরীফ, পিয়ার আলী ও সেলিম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শরীফ ও পিয়ারকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ জেলার সদর দক্ষিণ উপজেলার মহেষপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। নিহত পিয়ার আলী আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামের আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা রয়েছে।

আহত মাদক ব্যবসায়ী সেলিমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জেলার দেবীদ্বার থানা পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম হোসেন নামে আরেক মাদক ব্যাবসায়ীকে আটক করে।