
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা (৩৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বুড়িচং উপজেলার লড়িবাগ রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ জানান, গত ২১ ফেব্রুয়ারি লড়িবাগ রেলগেটের কাছে ডাকাত দলের ছুরিকাঘাতে দেবীদ্বার উপজেলার জুয়েলারি ব্যবসায়ী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ডাকাত সদস্য মঙ্গলবার বিকেলে তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাতে ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে লড়িবাগ রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মোস্তফা নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।