নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার বরুড়া উপজেলায় বাস খাদে পড়ে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুরগামী একটি বাসের চালক বরুড়া উপজেলার বাঁশপুর গ্রামে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত ও ১৫ জন আহত হন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


