কুমিল্লায় মালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম সিরাজুল ইসলাম (৬০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, পদুয়ার বাজার পল্লিবিদ্যুৎ অফিসের সামনে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় আহত হয় আরো দুইজন।আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।