কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে শাবলের আঘাতে হিতু মিয়া (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামছুজ্জামান জানান, কয়েক দিন আগে কাশই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে ফের ঝগড়া লাগে। ঝগড়া থামাতে গিয়ে শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়। তাকে পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।