
কুমিল্লা : রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজি থেকে এসব আটক করা হয়। কুমিল্লায় ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মহাসড়কে মাদক উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে শুয়াগাজী এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। তল্লাশিকালে চালকের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭২ লাখ টাকা বলে জানান পুলিশ।
মাদক বহনের অপরাধের বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটক হওয়া চালক জুয়েলের বাড়ি লক্ষ্মীপুরের লুধুয়া গ্রামে এবং হেলপার শামীমের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায়। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।