কুমিল্লা : বিস্ফোরণে দগ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ফাহমিদা হাসান নিসা মারা গেছেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
নিসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের আবুল হাসানের মেয়ে।
এর আগে গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর এলাকায় হেভেন নামের একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণে সকাল পৌনে ৭টার দিকে অগ্নিদগ্ধ হন। ফাহমিদা হাসান নিসার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রোববার রাতে বার্ন ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিসা।