কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল

ক্রীড়া ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। গেল বছর তার দল সবাইকে বিস্মিত করে শিরোপা জিতেছিল। এবারও শিরোপায় চোখ ছিল তাদের।

কিন্তু একের পর এক ম্যাচ হেরে শিরোপার স্বপ্নে ব্যাঘাত ঘটে তাদের। কিন্তু শেষ দিকে এসে জ্বলে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। কিন্তু শেষ চারে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৮৩ রান করেও জয় পায়নি কুমিল্লা। ওই ম্যাচে জয় পেলে আজ হয়তো ভিন্ন চিত্র দেখা যেত।

শুক্রবার লিগ পর্যায়ে নিজেদের একাদশ ম্যাচে কুমিল্লা জয় পেয়েছে ৫ উইকেটে। এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। সেখানে তিনি উল্লেখ করেছেন এবারের এই আসরে তিনি একবারও কাঁদেননি। কিন্তু আজ কান্নায় ভেঙে পড়েছেন। তার কান্নার কারণ লিটন দাস। আজ লিটন দাস ১১ বলে ৫ চারের সাহায্যে অপরাজিত ২৪ রান করেছেন।
bpl

কান্না করার বিষয়টি উল্লেখ করে নাফিসা কামাল লিখেছেন, ‘বিপিএলের চলতি আসরে আমি একটিবারের জন্য কান্না করিনি। আমরা টানা ৫ ম্যাচ হেরেছি, আমি কাঁদিনি। একাধারে হেরে যাওয়া দল নিয়েও আমি খুবই ইতিবাচক ও প্রতিরক্ষামূলক ছিলাম। সমালোচকরা আমার দল নিয়ে অনেক নেতিবাচক প্রশ্ন করেছে। আমি তাদের আমার হৃদয় দিয়ে প্রতিরোধ করেছি। তবে আজ প্রথমবারের মতো আমি কান্নায় ভেঙে পড়েছি। যখন আমি লিটন দাসকে দেখেছি হাত খুলে খেলতে। আমি তার জন্য খুবই আনন্দিত ও গর্বিত। দুই দুইটা মৌসুম আমরা তার ফিরে আসার জন্য অপেক্ষা করেছি। কিন্তু কখনোই তার উপর আমরা আস্থা হারাইনি। এক মুহুর্তের জন্যও নয়। এটাই বিপিএলে আমার হাইলাইটস ছিল। আপনার দল সব সময়ই আপনার দল। খারাপ সময়েও, ভালো সময়েও। গেল বছর আমার দল নিয়ে যেমন আমি গর্বিত ছিলাম, এবারও ঠিক তাই। আলহামদুল্লিাহ।’

শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রোববার খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।