ক্রীড়া প্রতিবেদক : আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে বেলা আড়াইটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
কুমিল্লাকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে রাহশাহীর নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
দুটি দলই জয় দিয়ে শুরু করতে চায়। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সম্ভাব্য একাদশ
১. মাশরাফি বিন মুর্তজা
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. নাজমুল হোসেন শান্ত
৫. মোহাম্মদ সাইফউদ্দিন
৬. মোহাম্মদ শরীফ
৭. সোহেল তানভীর
৮. সৈকত আলী
৯. রশিদ খান
১০. আসহার জাইদি
১১. আহমেদ শেহজাদ।
রাজশাহী কিংস এর সম্ভাব্য একাদশ:
১. সাব্বির রহমান রুম্মান
২. কাজী নুরুল হাসান সোহান
৩. মেহেদী হাসান মিরাজ
৪. মুমিনুল হক সৌরভ
৫. ফরহাদ রেজা
৬. আবুল হাসান রাজু
৭. মোহাম্মদ সামি
৮. এবাদত হোসেন
৯. ড্যারেন স্যামি
১০. মিলিন্দা সিরিবর্ধনে
১১. সামিত প্যাটেল।