সচিবালয় প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের চারজন সাধারণ ওয়ার্ডের এবং দুজন সংরক্ষিত ওয়ার্ডের মোট ছয়জন নবনির্বাচিত কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন ও যুগ্মসচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ শপথ গ্রহণ করেছেন কুমিল্লার ২১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, ২৭নং ওয়ার্ডের মো. আবুল হাসান, ১নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন এবং ৭নং সংরক্ষিত ওয়ার্ডের উম্মে সালমা ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রুবি আক্তার।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল নির্বাচিত মেয়র ও সদস্যদের গেজেট প্রকাশিত হয়। ২৭টি সাধারণ ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মোট ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন সম্পন্ন হয়। মেয়রসহ ৩১ জন কাউন্সিলরের তালিকা ২০ এপ্রিল বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে ১১ মে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ২৯ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।
কিন্তু দুজন কাউন্সিলর কারাগারে আটক থাকায় ওই দিন শপথ গ্রহণ করতে পারেননি। অপর চারজন কাউন্সিলরের আসনে প্রথম পর্যায়ের নির্বাচন স্থগিত থাকে। স্থগিত আসনের নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয়। গত ৭ মে চারজন কাউন্সিলরের তালিকা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।


