কুমিল্লা-২ আসন: হাইকোর্টের আদেশ স্থগিত, ইসির সীমানা বহাল

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তিতাস ও হোমনা উপজেলা নিয়ে যে সীমানা পুননির্ধারণ করেছিল ইসি, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তির সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন করে প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে আগের মতো মেঘনা-হোমনা নিয়ে কুমিল্লা-২ আসন করার আদেশ দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন।