কুলাউড়া থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থেকে কলিম উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ২টায় তার লাশটি উদ্ধার করা হয়।কলিম উপজেলার কর্মধা ইউনিয়নের মৃত আরিফ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধ কলিম বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। আজ ভোরে পূর্ব কর্মধা গ্রামে তার মৃত্যু হয়।

এদিকে তার ছেলে জামাল উদ্দিনের দাবি, পরিবারের অন্য সদস্যসহ তার বোন জামাতা তার বাবাকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, জামালের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের কারণেই পরিবারের সদস্যদের ফাঁসাতে ছেলে জামাল একটা ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে আমার ধারণা।

কুলাউড়া থানার এসআই সানাউল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।