কুষ্টিয়ায় সাবেক মেম্বারসহ ২ মাদক ব্যবসায়ী আটক ৪০ পিচ ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি : কুষ্টিয়া মডেল থানার মাদকবিরোধী অভিযানে এক মেম্বারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের মৃত কুব্বাত মোল্লার ছেলে সাবেক মেম্বার মনিরুল ইসলাম (৪০) ও মঙ্গলবাড়িয়া বারাদি ভাগার মোড় এলাকার নায়েব আলী মাস্টারের ছেলে আব্দুল্লাহ হাদীকে আটক করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া চাষি বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মনিরুল ইসলামকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে মঙ্গলবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে আব্দুল্লাহ হাদী নামের আর এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মডেল থানার এসআই মুস্তাফিজ ও এসআই খালিদ।
ওসির নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, কুষ্টিয়ার মডেল থানা এলাকায় মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। মডেল থানা এলাকার কোন মাদক ব্যবসায়ীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবেনা। মাদক ব্যবসায়ী মনিরুল মেম্বার ও আব্দুল্লাহ হাদী নামে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মনিরুল মেম্বারের মামলা নং-৬  তারিখ ০৫/০৬/২০১৮ইং ও অপর আসামি আব্দুল্লাহ হাদীর মামলা নং-৭ তারিখ