কুষ্টিয়ার পদ্মার নদীর পানি বৃদ্ধি হওয়ায় দৌলতপুরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার চিলমারি ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় প্রতিটি ঘরেই পানি ঢুকে পড়েছে। ঘরের মধ্যে মজুদ রাখা পাট, ধান মরিচসহ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে।
রামকৃঞ্চপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান, তার ইউনিয়নের চরাঞ্চলের ১২ গ্রামে পানি ঢুকে পড়েছে। এখানকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকায় তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, আজ শুক্রবার দুপুরের পর থেকে নদীর পানি বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার চিলমারি ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এভাবে পানি বাড়ার গতি অব্যাহত থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, যে গতিতে পানি বাড়ছে তাতে ৪৮ ঘণ্টার মধ্যে কুষ্টিয়ার পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে। এছাড়া গড়াই নদীতেও অব্যাহতভাবে পানি বাড়ছে।