কুষ্টিয়ার পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিথলিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে জুয়ার এবং জহুরুলের ছেলে নাঈম।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৬ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে।

এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুইজন গুলিবিদ্ধ হন। পরে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।