
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রেজন মল্লিক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গুলশানারা রজনীকে (১৩) গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় পৌরসভার তালতলা মহল্লার রুহুল মন্ডলের ছেলে টোকন মন্ডল (২৫), রোকন মন্ডল (৩০), শরিফুল মল্লিকের ছেলে পলাশ (২৫), মৃত আফছার মন্ডলের ছেলে রুহুল মন্ডল (৫২), নয়নপুর গ্রামের সারজুলের ছেলে রুবেল (২৫) মাইক্রোবাসে করে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করে।
অপহরণের ১১ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব শিকদার জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।